ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বার বার সাপের কামড় খেয়েও বেঁচে আছেন তারা!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতে দুই ব্যক্তিকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। রাজস্থানে তাদের ঘিরে সৃস্টি হয়েছে বিস্ময়। যেখানে সাপের এক কামড়ে অসংখ্যা মানুষের প্রাণ যেতে পারে, সেই সাপের কামড় খেয়ে দিনের পর দিন বেঁচে রয়েছেন রাজস্থানের এই দুই ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যায়।

জানা যায়, খবর পেয়ে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর গবেষকরা ওই দুজনকে নিয়ে আসেন এবং তাদের ওপরে গবেষণা শুরু করেন। চিকিৎসক অসীম মেহরা, দেবাশিস বসু এবং সন্দীপ গ্রোভার এই দুই ব্যক্তিকে পরীক্ষা করে দেখতে চেয়েছেন, সাপের বিষকে নেশার বস্তু হিসেবে গ্রহণ করার মিথটি কতটা সত্য।   

জানা গেছে, ওই দুই ব্যক্তি গত ১৫ বছর ধরে নেশা করে আসছেন। চিকিৎসক সন্দীপ গ্রোভার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ভারতে নেশার বস্তু হিসেবে সাপের বিষের ব্যবহার নিয়ে মাত্র চারটি রিপোর্ট রয়েছে। এই দুই ব্যক্তিকে পরীক্ষা করলে এই বিষয়ে আরও খানিকটা আলোকপাত ঘটতে পারে।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি